News71.com
 Bangladesh
 10 Aug 19, 12:47 PM
 96           
 0
 10 Aug 19, 12:47 PM

রাইডশেয়ারে নিবন্ধন : গাড়ির অভাবে সনদ পাচ্ছে না উবার-পাঠাও!

রাইডশেয়ারে নিবন্ধন : গাড়ির অভাবে সনদ পাচ্ছে না উবার-পাঠাও!

নিউজ ডেস্কঃ দেশে রাইডশেয়ার অ্যাপ উবারে চলাচল করছে ২০ হাজারের বেশি মোটরযান। অথচ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে মাত্র ১০০টি মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে পারছে না উবার বাংলাদেশ। ফলে রাইডশেয়ার কোম্পানি হিসেবে অনুমোদন পেলেও তাদের এনলিস্টমেন্ট সনদ দেয়নি বিআরটিএ।

মোটরসাইকেল-প্রাইভেট কার মিলিয়ে প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করছে আরেক রাইডশেয়ার অ্যাপ পাঠাওয়ে। তার পরও প্রতিষ্ঠানটি ১০০টি মোটরযানের কাগজ বিআরটিএতে জমা দিতে পারেনি। তাই উবারের মতো পাঠাওয়ের এনলিস্টমেন্ট সনদ ঝুলে আছে। মোটরযানের সংখ্যার হিসাবে দেশের সবচেয়ে বড় রাইডশেয়ার কোম্পানি সহজ লিমিটেড। প্রাইভেট কার ও মোটরসাইকেল মিলিয়ে সহজে চলাচল করছে ৩২ হাজারের বেশি মোটরযান। তার পরও ন্যূনতম ১০০ মোটরযানের কাগজপত্র বিআরটিএতে জমা না দেয়ায় সহজও পায়নি এনলিস্টমেন্ট সনদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন