News71.com
 Bangladesh
 23 Dec 25, 12:47 PM
 8           
 0
 23 Dec 25, 12:47 PM

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন॥ নিয়ন্ত্রণে ৯ ইউনিট  

বাবুবাজারে ১৪ তলা ভবনে আগুন॥ নিয়ন্ত্রণে ৯ ইউনিট   

নিউজ ডেস্কঃ রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন