News71.com
 Bangladesh
 23 Dec 25, 12:46 PM
 7           
 0
 23 Dec 25, 12:46 PM

পুলিশ সদর দপ্তরে ছয় ডিআইজির রদবদল॥  

পুলিশ সদর দপ্তরে ছয় ডিআইজির রদবদল॥   

নিউজ ডেস্কঃ পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়। অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশন শাখার ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট এবং সারোয়ার মুর্শেদ শামীমকে লজিস্টিকস বিভাগের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া আতিকুর রহমানকে ফিন্যান্স শাখা এবং মোস্তাফিজুর রহমানকে ডেভেলপমেন্ট শাখার ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন