
নিউজ ডেস্কঃ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আড়াই ডজন মামলার আসামি (সাজাপ্রাপ্ত) চাঁন মিয়া হাওলাদার (৪২) পটুয়াখালীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন বল্লভপুর এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এসময় বেশ কিছু দেশীয় তৈরি অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধের ঘটনায় সদর থানার ওসিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ডাকাত চানের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামে।