
নিউজ ডেস্কঃ অবশেষে দ্বিতীয় দফায় চূড়ান্ত করা হয়েছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ। আগামী ১৪ সেপ্টেম্বর এ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের নেতৃত্ব বাঁছাই করা হবে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নেতৃত্ব বাঁছাইয়ের দায়িত্বে থাকা সার্চ কমিটি বৈঠক করে এই তারিখ চূড়ান্ত করে। বিএনপি ও ছাত্রদলের নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সঙ্গে এই বৈঠক করে সার্চ কমিটি।
বিএনপির সূত্রে জানা গেছে, দীর্ঘ ২ ঘণ্টার বৈঠকে সার্চ কমিটির সঙ্গে আলোচনা করে ছাত্রদলের আগামী কাউন্সিলের তারিখ চূড়ান্ত করেন তারেক রহমান। সার্চ কমিটি ঈদুল আজহার পরে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের আগামী কাউন্সিলের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এর মধ্যে ছাত্রদলের কাউন্সিল নিয়ে সংগঠনটির অভ্যন্তরীণ সংকটের কারণে বহিষ্কার ১২ ছাত্র নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। তাদেরকে আগামী কাউন্সিলের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটিতে থাকা বিএনপির সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করে দিয়েছেন তারেক রহমান। তবে ঈদের পরে সংবাদ সম্মেলন করে এই তারিখ ঘোষণা করা হবে। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট হবে। তবে ঢাকা মহানগরের চারটি ইউনিটেরও শীর্ষ দুই পদে (সভাপতি-সাধারণ সম্পাদক) সরাসরি ভোট করার চিন্তা রয়েছে।