
নিউজ ডেস্কঃ উজানের ঢল ও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে হঠাৎ করেই বেড়ে গেছে বরিশালের নদ-নদীর পানি। বিপত্সীমা অতিক্রম করায় জলাবদ্ধ হয়ে পড়েছে বরিশাল নগরীসহ এ বিভাগের নিম্নাঞ্চল। বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত মেঘনা, কালাবদর, কীর্তনখোলা, আড়িয়ালখাঁ নদীর পানি বিপত্সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে বরিশাল নগরীসহ হিজলা, মেহেন্দীগঞ্জ, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার চরাঞ্চল জোয়ারের সময় প্লাবিত হয়।
এদিকে ভোলার দৌলতখান পয়েন্টে মেঘনা নদীর পানি বিপত্সীমা অতিক্রম করে ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা নদীর পানি বিপত্সীমা অতিক্রম করে ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বেল্লাল হোসেন বলেন, নিম্নচাপের কারণে সাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ নিম্নচাপের কারণেই নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল নিমজ্জিত হয়েছে।