
নিউজ ডেস্কঃ দেশে বড় কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও ছোটখাট হামলা হতে পারে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নব্য জেএমবির একটি 'উলফ-প্যাক' এর ৫ সদস্যকে আটকের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।মনিরুল ইসলাম বলেন, 'ঝুঁকি আছে, তবে ঝুঁকির মাত্রাটা কম। যতক্ষণ পর্যন্ত এক সদস্যও থাকবে ততক্ষণ পর্যন্ত হামলার ঝুঁকি থাকবে। তবে, ঈদ কিংবা ১৫ই আগস্ট নিয়ে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।' আটক হওয়া সদস্যদের বিষয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেন, 'সুবিধাজনক সময়ে পুলিশের ওপর হামলার প্রস্তুতি গ্রহণ করছিল আটক হওয়া সদস্যরা।'