News71.com
 Bangladesh
 09 Aug 19, 08:49 PM
 105           
 0
 09 Aug 19, 08:49 PM

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট রুটে খুলে দেওয়া হলো ভুলতা উড়ালসড়ক॥

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট রুটে খুলে দেওয়া হলো ভুলতা উড়ালসড়ক॥

নিউজ ডেস্কঃ ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা উড়ালসড়ক। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় এই উড়ালসড়ক খুলে দেওয়া হয়।  আজ খুলে দেওয়ার পর থেকে উড়াল সড়কের ওপর যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের গাড়িগুলো যানজট ছাড়াই ভুলতা অংশ পার হতে পারছে। তবে ঢাকা-বাইপাস (মদনপুর-ভুলতা-জয়দেবপুর) সড়কে শুক্রবার সকাল থেকেই যানজট দেখা গেছে। চালক ও যাত্রীরা জানান, দুই পাশে সংকীর্ণ সড়ক ও মালবাহী গাড়ি চলাচলের কারণে এই সড়কে এমনিতেই গাড়ির চাপ বেশি থাকে। বড় বড় মালবাহী গাড়ি ও কাভার্ড ভ্যানের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তাঁরা।

   

ভুলতা উড়ালসড়কের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল সালেহ মো. নুরুজ্জামান বলেন, উড়ালসড়কটির নির্মাণকাজ শেষ হয়েছে। এখন শুধু সৌন্দর্যবর্ধনের কিছু কাজ বাকি আছে। ১৮ আগস্ট থেকে সড়কে বাতি লাগানোর কাজ শুরু হবে। সব কাজ শেষ হলে সেপ্টেম্বর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসড়কটির উদ্বোধন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন