News71.com
 Bangladesh
 09 Aug 19, 12:04 PM
 144           
 0
 09 Aug 19, 12:04 PM

বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা॥

বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা॥

নিউজ ডেস্কঃ আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগস্ট থেকে অক্টোবর–সব তথ্য-উপাত্তের ভিত্তিতে আবহাওয়া অধিদফতর এমনটাই পূর্বাভাস দিয়েছে এ তিন মাসের আবহাওয়ার। আবহাওয়া অধিদফতর বলছে, তিন মাসের দীর্ঘমেয়াদী এ পূর্বাভাসে আগস্টে স্বাভাবিকের চেয়ে এবং পরবর্তী দুই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আর এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদফতর আরও বলছে, ইতোমধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন