News71.com
 Bangladesh
 09 Aug 19, 11:58 AM
 110           
 0
 09 Aug 19, 11:58 AM

রেলের ভয়াবহ শিডিউল বিপর্যয় ॥ ঘরমুখো ঈদযাত্রীদের দুর্ভোগ চরমে

রেলের ভয়াবহ শিডিউল বিপর্যয় ॥ ঘরমুখো ঈদযাত্রীদের দুর্ভোগ চরমে

নিউজ ডেস্কঃ শিডিউল বিপর্যয়ের মধ্যে দিয়ে গতকাল সারা দিনে কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৫৫টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি। এ কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ।এদিকে বৃহস্পতিবার সকালে রংপুর এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৯টায়। ৮টা নাগাদই প্লাটফর্মে উপস্থিত বেশির ভাগ যাত্রী। ৯টা পার হলেও ট্রেনের দেখা নেই। সকাল সাড়ে ৮টার নীলসাগর এক্সপ্রেসও তখনো ঢোকেনি। ওদিকে ১০টার একতা এক্সপ্রেসের যাত্রীরাও ভিড় করছেন। ওয়েটিং রুম মানুষে টইটম্বুর। প্লাটফর্মে বসার জায়গা নেই। এবারের ঈদুল আজহায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা আগে থেকেই ছিল। বন্যায় রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ঝুঁকিতে রয়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বেশির ভাগ ট্রেন।

 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, শিডিউল বিপর্যয়ের বড় কারণ সিঙ্গেল লাইন। ব্যাপক প্রস্তুতি নিয়েও শিডিউল বিপর্যয় এড়াতে পারছে না রেলওয়ে। যতদিন দেশের গুরুত্বপূর্ণ রেলপথগুলো ডাবল লাইন না হবে, ততদিন এ সমস্যা থেকে বের হওয়া কঠিন। তার পরও রেলওয়ে শিডিউল বিপর্যয় রোধে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। অতিরিক্ত ইঞ্জিন ও র্যাক প্রস্তুত রাখা আছে। কোনো ট্রেন খুব বেশি পিছিয়ে পড়লে এগুলো দিয়ে সামলে নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন