News71.com
 Bangladesh
 09 Aug 19, 11:58 AM
 109           
 0
 09 Aug 19, 11:58 AM

নৌ পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ঈদযাত্রায় নৌপুলিশের বিশেষ ব্যবস্থা ।।

নৌ পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ঈদযাত্রায় নৌপুলিশের বিশেষ ব্যবস্থা ।।

নিউজ ডেস্কঃ সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌ পুলিশের ডিআইজি জনাব মোঃ আতিকুল ইসলাম এর নির্দেশক্রমে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌ পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।  মশা ও ডেঙ্গুমুক্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল বিনির্মাণে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে এবং মশা মুক্ত পরিবেশ গড়তে নৌ পুলিশের সদস্যগণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং এডিস মশা নিধন ও বংশ বিস্তার রোধের জন্য ফগার মেশিন দিয়ে লঞ্চ টার্মিনালসহ লঞ্চের ভেতর ও আশপাশ এলাকায় স্প্রে সহ ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

 

লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, হকার  উচ্ছেদ, মাঝ পথে নৌকা দিয়ে যাত্রীরা যেন জলযানে উঠতে না পারে, মলম পার্টি/অজ্ঞান পার্টি যেন তাদের অপকর্ম চালাতে না পারে, সেই ব্যাপারে কঠোর অভিযান পরিচালনাসহ আসন্ন ঈদে নৌপথের যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিতকল্পে নৌ পুলিশের বিশেষ প্রচারাভিযান ও কার্যক্রম অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন