News71.com
 Bangladesh
 09 Aug 19, 11:57 AM
 75           
 0
 09 Aug 19, 11:57 AM

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে॥প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে॥প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ নিরাপদ জ্বালানি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সর্বত্র গ্যাস ও অন্যান্য জ্বালানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগও চলমান আছে। এছাড়া পরিবেশবান্ধবভাবে স্থানীয়দের সঙ্গে নিয়ে কয়লা উত্তোলন লাভজনক কিনা, তাও বিবেচনা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন