
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ আবদুল মতিন আলি(৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাগব। তিনি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের গমেরচর গ্রামের মফিজুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কমলাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে মতিনকে গ্রেফতার করা হয়। র্যা ব-৫ ব্যাটালিয়ন, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ইয়াবাসহ গ্রেপ্তার মতিন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।