News71.com
 Bangladesh
 09 Aug 19, 11:53 AM
 73           
 0
 09 Aug 19, 11:53 AM

বায়োমেট্রিক পরিচয়পত্র পেল ৫ লাখ রোহিঙ্গা॥ইউএনএইচসিআর

বায়োমেট্রিক পরিচয়পত্র পেল ৫ লাখ রোহিঙ্গা॥ইউএনএইচসিআর

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বায়োমেট্রিক পদ্ধতিতে তৈরি পরিচয়পত্র সংগ্রহ করেছে। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর কর্তৃক যৌথভাবে রোহিঙ্গাদের এই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। বায়োমেট্রিক তথ্য সম্বলিত পরিচয়পত্রটি নকল বা জাল করা সম্ভব নয় এবং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী ১২ বছরে অধিক বয়সী তথ্য যাচাই করা সকল মিয়ানমার নাগরিককে এই পরিচয়পত্র দেওয়া হচ্ছে। ইউএনএইচসিআর বলছে, এটিই কোন কোন রোহিঙ্গার ক্ষেত্রে জীবনের প্রথম পরিচয়পত্র প্রাপ্তি। পরিচয়পত্রটি রোহিঙ্গা উদ্বাস্তুদের ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনএইচসিআর-এর মিডিয়া কমিউনিকেশন অফিসার জোসেফ ত্রিপুরা প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

 

ইউএনএইচসিআর-এর তথ্য মতে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ৯ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে ২০১৭ সালের আগস্টে ৭ লাখ ৪০ হাজারেরও বেশী রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয়। এসব রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর কর্তৃক যৌথভাবে নিবন্ধন কার্যক্রম করার উদ্যোগ নেয়। এতে বায়োমেট্রিক তথ্য সম্বলিত এ পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম শুরু হয় ২০১৮ সালের জুন মাস থেকে। বর্তমানে বিভিন্ন ক্যাম্পে স্থাপিত ৭ টি কেন্দ্রে প্রতিদিন ৫ হাজার রোহিঙ্গাকে বায়োমেট্রিক তথ্য সম্বলিত নিবন্ধন করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে সকল রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে ৫৫০ জনেরও বেশী কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

 

 

 

জাতিসংঘের এ সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি বলেন, নিবন্ধনের সময় সংগৃহীত বায়োমেট্রিক তথ্য ব্যবহার ইউএনএইচসিআর গত সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা স্থাপনায় প্রথমবারের মত গ্লোবাল ডিসট্রিবিউশন টুল (জিডিটি) উদ্বোধন করেছে। আঙ্গুলের ছাপ বা চোখের মনির স্ক্যানকৃত তথ্য যাচাই করার মাধ্যমে এই পদ্ধতি ‘সাহায্য বিতরণ ব্যবস্থাকে’ তরান্বিত করে। এটির নকল বা জাল প্রতিরোধী ব্যবস্থার কারণে সাহায্য প্রদানের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে না। এতে সাহায্য প্রদানের ক্ষেত্রে কেউ বাদ পড়া সম্ভাবনা থাকে না। সামনের সপ্তাহগুলোতে তথা কোরবানির ঈদের পর কক্সবাজারের অন্যান্য রোহিঙ্গা স্থাপনাগুলোতেও ‘গ্লোবাল ডিসট্রিবিউশন টুল’ সিস্টেম স্থাপন করা হবে বলে জানান স্টিভেন করলিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন