News71.com
 Bangladesh
 09 Aug 19, 12:02 AM
 127           
 0
 09 Aug 19, 12:02 AM

টেকনাফে গহীন পাহাড় থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার ।।

টেকনাফে গহীন পাহাড় থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় এলাকা থেকে কুখ্যাত  রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিমের স্ত্রী ও তার এক ভাইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন হাকিম ডাকাতের স্ত্রী রুবি আক্তার (২৫) ও তার ভাই কবির আহমদ (৪০)।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, টেকনাফের পাহাড়ি এলাকায় এক নারীসহ দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন