
নিউজ ডেস্কঃ এবারের ঈদযাত্রায় রাজধানীর সদরঘাট থেকে সব যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ নিষেধাজ্ঞা জারি করে। বিআইডব্লিউটিএ‘র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, মোটরসাইকেল থেকে ঈদযাত্রীরা বেশি গুরুত্বপূর্ণ । ঈদ উপলক্ষে লঞ্চে মোটরসাইকেল বহন বন্ধ করতে হবে। যাত্রী বসার স্থানে কোনোভাবেই মোটরসাইকেল বহন করা যাবে না। ঈদের সময় যেকোনো দুর্ঘটনায় যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএর একজন চিকিৎসক নিয়োজিত থাকবে।