
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট ৭ দিন দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর বন্ধ থাকবে। অপরদিকে ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে চলাচল করবে না। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত হোসেন জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেল ভবন, ঢাকা কর্তৃক প্রতি বছরের মত এবারও এক নির্দেশনায় এ খবর জানিয়েছেন। বন্দর এলাকায় ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি কারকরা মালামাল বুকিং দিতে সমস্যায় পড়েন। ফলে দর্শনা রেল বন্দরের আমদানির যাবতীয় কার্যক্রম এক সপ্তাহ বন্ধ এবং ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে ৪ দিন চলাচল করবে না।