News71.com
 Bangladesh
 08 Aug 19, 07:25 PM
 118           
 0
 08 Aug 19, 07:25 PM

গুজব বন্ধে ২০০কোটি টাকা ব্যয়ে বিশেষ যন্ত্র কিনছে সরকার॥

গুজব বন্ধে ২০০কোটি টাকা ব্যয়ে বিশেষ যন্ত্র কিনছে সরকার॥

নিউজ ডেস্কঃ গুজবসহ যে কোনো ধরনের অপপ্রচার বন্ধে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য 'ভেহিক্যাল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর' সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০ কোটি টাকা দিয়ে সরাসরি ক্রয়পদ্ধতিতে এই সিস্টেম কেনা হবে। এই যন্ত্রের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আরও সুসংহত হবে এবং যে কোনো ধরনের নাশকতা দমনের সক্ষমতা বৃদ্ধি পাবে।

 

বুধবার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি উন্নত প্রযুক্তির এ ব্যবস্থা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে।বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) জন্য প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে 'ভেহিক্যাল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্ট' কেনায় সায় দিয়েছে সরকার। সরাসরি ক্রয়পদ্ধতিতে এটা কেনা হবে। এর আগেও এ ধরনের একটি যন্ত্র কেনায় অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি নিয়ে এর সংখ্যা দুটি হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন