News71.com
 Bangladesh
 08 Aug 19, 06:55 PM
 124           
 0
 08 Aug 19, 06:55 PM

আজমিরীগঞ্জে দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত॥

আজমিরীগঞ্জে দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার ও রাসেল আহমেদ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশের দুই এসআই আহত হন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন