Bangladesh
 08 Aug 19, 12:09 PM
 199             0

ব‌রিশালে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত ।।

ব‌রিশালে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত ।।

নিউজ ডেস্কঃ ব‌রিশা‌ল মহানগরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে নগ‌রের হ‌রিনাফু‌লিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানান কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। 

নিহত মালেক ফ‌কির ব‌রিশাল নগরের কে‌ডি‌সি এলাকার বা‌সিন্দা এনতাজ ফ‌কিরের ছেলে। ওসি আরও জানান, নিহ‌ত ব্যক্তির মর‌দেহ ময়নাতদে‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')