News71.com
 Bangladesh
 08 Aug 19, 12:06 PM
 141           
 0
 08 Aug 19, 12:06 PM

ঈদের ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বেরসিক বৃষ্টি॥

ঈদের ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বেরসিক বৃষ্টি॥

নিউজ ডেস্কঃ প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো লাখো লাখো মানুষ। কিন্তু আজ বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টিতে মানুষের ঈদযাত্রায় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে বেরসিক বৃষ্টি। ফলে পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বাসাবাড়ি থেকে রেলস্টেশন কিংবা বাস কাউন্টারের পৌঁছাতে অনেককে কাকভেজা ভিজত হয়েছে। জানাগেছে গত ৩০ জুলাই ঈদুল আজহার বিশেষ ট্রেনের আগাম টিকিট কেনারা আজ ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা শুরু করছেন। এছাড়া বাস কাউন্টারগুলো থেকেও নির্দিষ্ট গন্তব্যে সকাল থেকে বাস ছেড়ে যাচ্ছে। ঘরমুখো মানুষের অভিযোগ, ভোরে বৃষ্টি থাকায় পরিবারকে নিয়ে রেলস্টেশন কিংবা বাস কাউন্টারে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। তাদের অভিযোগ, বৃষ্টির কারণে বাস-সহ যাত্রীবাহী সবধরনের গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম ছিল। এ কারণে বাসা থেকে বের হওয়ার পর রাস্তায় তাদের সময়ক্ষেপণ করতে হয়েছে গাড়ির জন্য । এই সুযোগ কাজে লাগিয়ে ট্যাক্সি, সিএনজিসহ অন্যান্য সার্ভিস গুলো অতিরিক্ত ভাড়াও আদায় করেছে যাত্রীদের কাছ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন