News71.com
 Bangladesh
 08 Aug 19, 12:04 PM
 101           
 0
 08 Aug 19, 12:04 PM

ঈদে রাজধানীর পশুর হাট গুলোতে থাকছে কঠোর নিরাপত্তা

ঈদে রাজধানীর পশুর হাট গুলোতে থাকছে কঠোর নিরাপত্তা

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অস্থায়ী পশুর হাট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে দুই সিটিতে কোরবানির পশুর হাট বসছে ২১টি স্থানে। গবাদিপশুর হাট ঈদের দিনসহ ছয় দিন চালু থাকবে। এবার ঈদে পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতার সর্বাত্নক নিরাপত্তা দিতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাঁদরে মোড়ানো থাকবে রাজধানীর সবগুলো পশুর হাট। রাজধানীর প্রায় সব হাটেই কোরবানির পশু উঠেছে। এখনও গরুভর্তি ট্রাক হাটে ঢুকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণকক্ষ ও ওয়াচ টাওয়ারে অবস্থান করছেন। ইজারাদাররা জানান, হাটে গরু এসে গেছে। ক্রেতারাও হাট ঘুরে দেখছেন।গতকাল বুধবার দুপুর থেকে ক্রেতারা আসতে শুরু করেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাটগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, পুলিশের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। এছাড়া হাট কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবীরাও রাতদিন কাজ করছেন। ক্রেতা-বিক্রেতাদের সচেতনার জন্য মাইকিংও করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন