News71.com
 Bangladesh
 08 Aug 19, 10:51 AM
 123           
 0
 08 Aug 19, 10:51 AM

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন॥বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন॥বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধী দলীয় মত, গণমাধ্যমের স্বাধীনতা, পুলিশের হেফাজতে নির্যাতন-মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিবিসির সাক্ষাৎকারে তিনি (প্রধানমন্ত্রী) যেসব কথা বলেছেন সেগুলো সত্য নয়। একটি দেশের সরকার প্রধান যখন অসত্য বলেন, সরকারের সর্বত্রই চলে সত্যের অপলাপ। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিবিসিতে বিভিন্ন ইস্যুতে বলা প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর বিষয়ে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে এটা পরিষ্কার যে, প্রধানমন্ত্রী সত্য কথা বলেননি। কারণ, আমাদের পত্র-পত্রিকা, আমাদের যে মানবাধিকার গ্রুপগুলো রয়েছে এবং তাদের যে রিপোর্ট আমরা পেয়েছি, এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট থেকে আমরা দেখেছি যে, প্রতি বছর জুডিশিয়াল কাস্টডিতে মৃত্যু হচ্ছে।সুতরাং প্রধানমন্ত্রী একেবারে অবলিলায় অস্বীকার করলেন, এটা হয় না। আমার মনে হয়, এটা সঠিক নয় তো বটেই, এটা সত্যের অপলাপ ছাড়া কিছুই নয়।

 

 

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের প্রকৃত চিত্র এটাই যে এখানে নির্যাতন সরকারিভাবেই চলছে এবং সরকার বিরোধী মত ও যারা ভিন্নমত পোষণ করে তাদের উপরে অত্যাচার-নির্যাতন আরো বেশি করে চলছে। আপনারা দেখেছেন যে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শিল্পী শহিদুল আলমকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছে এবং কাস্টিডিতে নেওয়ার পরে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার সাথে নির্মম আচরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা বলেন, তাঁরা বাস্তব সত্য স্বীকার করতে চান না। গণমাধ্যমে না এলে ডেঙ্গুর বিষয় চেপে যাওয়া হতো। ডেঙ্গুকে বিএনপি আপৎকালীন সমস্যা হিসেবে চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তিনি বলেন, যত জাতীয় সমস্যা এসেছে, কোনো সমস্যায় আওয়ামী লীগ অন্যান্য দলকে সম্পৃক্ত করেনি। আওয়ামী লীগ ‘একলা চলো’ নীতিতে বিশ্বাস করে। সেই কারণে তাদের বড় ধরনের ভুল হতে থাকে। বিএনপির মহাসচিব জানান, বন্যা ও ডেঙ্গু পরিস্থিতির কারণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। ঈদের পর এই কর্মসূচি আবার শুরু করবে বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন