News71.com
 Bangladesh
 08 Aug 19, 10:49 AM
 100           
 0
 08 Aug 19, 10:49 AM

দেওয়ানগঞ্জে যমুনায় নৌকাডুবি।।নিখোঁজ ১২

দেওয়ানগঞ্জে যমুনায় নৌকাডুবি।।নিখোঁজ ১২

নিউজ ডেস্কঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা যমুনা নদীতে নৌকা ডুবে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। এসময় ১৯ জনকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার যমুনা নদীর ফুটানি বাজার থেকে প্রায় ৩০জন যাত্রী নিয়ে একটি নৌকা হলকারচর উদ্দেশে যাত্রা করে। নৌকাটি বাহাদুরাবাদ নৌ থানার সন্নিকটে পৌছিলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ১৯ জনকে উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল হক খান। এব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নৌ থানা পুলিশ এবং দেওয়ানগঞ্জ থানা পুলিশ এ পর্যন্ত ১৯জনকে উদ্ধার করেছে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে ওই নৌকায় হয়তো ৩০জন যাত্রী ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন