News71.com
 Bangladesh
 08 Aug 19, 10:48 AM
 105           
 0
 08 Aug 19, 10:48 AM

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক॥আইনশৃঙ্খলা রক্ষায় পরস্পরকে সহযোগিতার আশ্বাস

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক॥আইনশৃঙ্খলা রক্ষায় পরস্পরকে সহযোগিতার আশ্বাস

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ও ভারতের পুলিশ বাহিনী একে অন্যকে সহযোগিতা করবে। একইভাবে উভয় দেশ যৌথভাবে কাজ করবে মাদক ও চোরাচালান প্রতিরোধে। গতকাল বুধবার ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সপ্তম দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে এক প্রেস বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারত চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় একসঙ্গেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদেরকে নিরাপদে ও দ্রুত স্বদেশ প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে অমিত শাহকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান আসাদুজ্জামান খান। বৈঠকে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন