News71.com
 Bangladesh
 08 Aug 19, 12:13 AM
 150           
 0
 08 Aug 19, 12:13 AM

রাজধানির মশা নিধনের ৫০ কোটি টাকা লুট করেছেন দুই মেয়র॥জাতীয় পার্টির মহাসচিব

রাজধানির মশা নিধনের ৫০ কোটি টাকা লুট করেছেন দুই মেয়র॥জাতীয় পার্টির মহাসচিব

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মশা নিধনের ৫০ কোটি টাকা লুটপাট করেছেন দুই মেয়র। যে মেয়র মশা মারতে পারেন না, তাদের ডেঙ্গু মশার মতই বিদায় করতে হবে।  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ডেঙ্গু নির্মূলে জনসচেতনতা সৃষ্টি’র লক্ষ্যে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত ছিলেন।  সংসদের বিরোধী দলের মহাসচিব আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এখন সংসদের অধিবেশন নেই, তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। এসময় তিনি প্রধানমন্ত্রী দেশে নেই বলেই সব জায়গায় অনিয়ম ও বিশৃঙ্খলা বেড়ে গেছে বলে উল্লেখ করেন।  ত্রাণ বিতরণেও অনিয়ম হচ্ছে দাবি করে রাঙ্গা বলেন, এ বছর বন্যায় মানুষ দীর্ঘ সময় পানিবন্দি ছিলেন। সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হয়েছে তা-ও অপ্রতুল। 

 

 

মানববন্ধনের সভাপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, কোনো পরিবারের ছোট্ট শিশুকে যদি মশা কামড় দেয়, তাহলে সে পরিবারটি উদ্বিগ্ন হয়ে যায়। সারাদেশে সঠিকভাবে ডেঙ্গু শনাক্তকরণের কিটস পাওয়া যাচ্ছে না। বিষয়গুলো মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ শনাক্ত করণের কিটস নেই। তাই দ্রুততম সময়ের মধ্যে সব হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তকরণ কিটস সরবরাহসহ চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখার আহ্বান তিনি।  তিনি আরও বলেন, আমাদের জেলা শহরগুলোতে চিকিৎসার খুব বেশি সুযোগ-সুবিধা নেই। ডেঙ্গু হলে মানুষের শরীরের রক্তের প্লাটিলেট ডাউন হয়ে যায়। এর ফলে মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ হাসপাতালে রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেই। তাই সরকারকে অনুরোধ করবো রক্তের প্লাটিলেট আলাদা করার ইকুইপমেন্ট দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করুন। জিএম কাদের বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সঠিক সময়ে সঠিক কাজটি করেনি। ডেঙ্গুর প্রধান বাহক মশাকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা-ও অপ্রতুল। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার কথা ছিল, সেটিও করা হয়নি। আমরা আশঙ্কা করছি, সামনের দিনে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে। এর জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন