News71.com
 Bangladesh
 07 Aug 19, 11:21 PM
 139           
 0
 07 Aug 19, 11:21 PM

ডেঙ্গুনিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন গণফোরাম সভাপতি ড. কামাল॥

ডেঙ্গুনিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন গণফোরাম সভাপতি ড. কামাল॥

নিউজ ডেস্কঃ প্রবীণ আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ডেঙ্গুর ব্যাপকতায় মানুষ এখন প্রায় দিশেহারা। রোগীদের রক্তের চাহিদার কারণে ব্লাড ব্যাংকগুলোতে সংকট দেখা দিয়েছে। এখন ডেঙ্গু শনাক্তকরণের জন্য কিটও চাহিদা মতো পাওয়া যায়নি। সমগ্র দেশে ডেঙ্গু রোগী ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন জাতীয় দুর্যোগে যেখানে প্রয়োজন ছিল ‘সমন্বিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায়’ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও জনগণকে সম্পৃক্ত করা, কিন্তু সেই বাস্তব অবস্থা এখনো দৃশ্যমান নয়। আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ড. কামাল হোসেন এসব কথা বলেন। বিবৃতিতে গণফোরাম সভাপতি বলেন, ডেঙ্গু যে ভাবে ছড়াচ্ছে, তাতে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। স্বাস্থ্যমন্ত্রী এবং মেয়রদের দায়িত্ব ছিল তড়িৎ গতিতে পদক্ষেপ গ্রহণ। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। বরং জনগণ লক্ষ্য করেছে ওষুধে ভেজাল, ক্রয়ে দুর্নীতি এবং ফগ মেশিন স্প্রে করার পদ্ধতিগত ত্রুটি। এমনকি ফগম্যানদের স্প্রে করার যথাযথ প্রশিক্ষণ নেই। পরিস্থিতি মোকাবেলায় তিনি স্থায়ীভাবে দেশ থেকে ডেঙ্গু রোগের ভয়াবহতা নিরসনে অবিলম্বে বিশেষজ্ঞ পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারি স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছিল, মে মাস থেকে ডেঙ্গুর বিস্তার ঘটবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরবর্তী মাসগুলোতে তা ভয়াবহ রূপ ধারণ করবে। সম্প্রতি গবেষণায় বলা হয়েছে ‘ঢাকা ইজ সিটিং অন এ ডেঙ্গু টাইমবোম্ব’। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে’। অথচ সরকারি তথ্যমতে, ডেঙ্গু রোগীর সংখ্যা বর্তমানে ৩০ হাজারের ঊর্ধ্বে। এ বিষয়ে দেশে এবং বিদেশে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ১ লাখ ৩ হাজার প্রতিবেদন, সংবাদ এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ ও প্রচারিত হয়েছে। তাই জনগণকে আরো বেশি সচেতন করার লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন