News71.com
 Bangladesh
 07 Aug 19, 11:16 PM
 101           
 0
 07 Aug 19, 11:16 PM

আড়াইহাজারে দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা ॥ ৫০লাখ টাকা জরিমানাসহ ১০জনের জেল

আড়াইহাজারে দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা ॥ ৫০লাখ টাকা জরিমানাসহ ১০জনের জেল

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ লাখ টাকা জরিমানা এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে করাদণ্ড দেয়া হয়েছে। র্যাবের দাবি, স্কীম পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ এবং দই উৎপাদন করে ‘ডেইরি ফ্রেশ’ ব্যান্ডে বাজারজাত করা হতো।’ বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পুরিন্দা বাজারের ‘বারো আউলিয়া ডেইরী মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড’ নামে প্রতিষ্ঠানে র্যােবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় সহযোগিতায় ছিলেন র্যা ব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন