News71.com
 Bangladesh
 07 Aug 19, 11:14 PM
 120           
 0
 07 Aug 19, 11:14 PM

সাংবিধানিক পদধারীরা আগের মতো প্রটোকল পাবেনঃ হাইকোর্ট

সাংবিধানিক পদধারীরা আগের মতো প্রটোকল পাবেনঃ হাইকোর্ট

নিউজ ডেস্কঃ সাংবিধানিক পদধারীদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুসারে আগের মতো প্রটোকল দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্টের আদেশ নিয়ে নিউজ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে আদালত। জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়। রিটের পক্ষে আইনজীবী একরামুল হক টুটুল এ কথা জানান। তিনি বলেন, উচ্চ আদালতের অনেক নিউজকে মিসকোড করে প্রকাশ করা হয়। উচ্চ আদালতের সংবাদ প্রকাশ ও প্রচারে গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে বলেছে আজ আদালত। মো. শাহিনুর রহমানের দায়েরকৃত এ রিটে তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে রেসপনডেন্ট করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন