
নিউজ ডেস্কঃ মোটরসাইকেলের সাইলেন্সারের মধ্যে ঢুকিয়ে পাচারের সময় প্রায় তিন কেজি সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় আজ বুধবার দুপুরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল অভিযান চালিয়ে ওই সোনা জব্দ করে। তবে মোটরসাইকেলটির চালক পালিয়ে গেছেন। যশোর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা মোটরসাইকেলের চালককে থামতে বললে চালক শার্শা উপজেলার দুর্গাপুর এলাকার মোড়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলটির সাইলেন্সারের মধ্যে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ হওয়া সোনার দাম প্রায় ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা। বিজিবি সূত্র আরও জানায়, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত যশোরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১১ কেজি ৩৬৩ গ্রাম সোনাসহ ছয়জনকে আটক করা হয়েছে।