News71.com
 Bangladesh
 07 Aug 19, 11:03 PM
 108           
 0
 07 Aug 19, 11:03 PM

২০২২ সালের আগে কোন জাতীয় নির্বাচন নয়॥তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

২০২২ সালের আগে কোন জাতীয় নির্বাচন নয়॥তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দাবি অনুযায়ী কোনো নির্বাচন হবে না। ২০২২ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না। ওই বছরের ডিসেম্বর বা ২০২৩ সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে, এর আগে নয়। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি ও সাবেক এমপি, চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। আরও ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, শাহনূর, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নত হচ্ছে। খাদ্যের ঘাটতির দেশ থেকে খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে। এদেশের দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত থেকে ছাড়িয়ে যাবে। আর এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন