News71.com
 Bangladesh
 07 Aug 19, 11:01 PM
 67           
 0
 07 Aug 19, 11:01 PM

সমুদ্রে ডুবে গেছে ক্লিংকারবাহী ২ জাহাজ ॥ ১০ ক্রুকে উদ্ধার করল নৌবাহিনী

সমুদ্রে ডুবে গেছে ক্লিংকারবাহী ২ জাহাজ ॥ ১০ ক্রুকে উদ্ধার করল নৌবাহিনী

নিউজ ডেস্কঃ কুতুবদিয়ার অদূরে উত্তাল সমুদ্রে ক্লিংকারবাহী দু’টি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। আজ বুধবার আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমভি টিটু-১৮ ও এমভি টিটু-১৯ নামে ওই জাহাজ দু’টি থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আইএসপিআর এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ঘটনায় অন্যদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী জাহাজ দুর্জয়, সুরভী, শৈবাল ও সোয়াডস্।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন