News71.com
 Bangladesh
 07 Aug 19, 02:07 PM
 156           
 0
 07 Aug 19, 02:07 PM

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন স্বজনেরা।।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন স্বজনেরা।।

নিউজ ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২১ নম্বর কেবিনে খালেদা জিয়ার পাঁচজন আত্মীয় তার সঙ্গে দেখা করেন। সেখানে প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন তারা। তবে হাসপাতাল থেকে বেরিয়ে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বিএনপির একটি সূত্র জানায়, সম্প্রতি লন্ডন থেকে দেশে এসেছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। হাসপাতালে দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে তিনিও ছিলেন। এর বাইরে খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক এস্কান্দার, নাতনি জাহিয়া রহমান ও রাইসা ইসলাম হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন