
নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে অপটিক্যাল ফাইবার লিজ নিয়েছে গ্রামীণফোন। এর জন্য প্রতি তিন মাসে ভ্যাটসহ (মূল্য সংযোজন কর) ভাড়া পরিশোধ করে আসছে কোম্পানিটি। কিন্তু ২০১৭-১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক থেকে তারা ভ্যাট পরিশোধ করছে না। এতে কোম্পানিটির কাছে বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা হয়েছে ১৬ কোটি ১২ লাখ ১৯ হাজার টাকা। আর এ টাকা আদায়ের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে রেলওয়ের সিগন্যাল ও টেলিকম শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রামীণফোন সরকারি বিধিবিধান ও এনবিআরের নির্দেশনা উপেক্ষা করে একতরফাভাবে ভ্যাট পরিশোধ বন্ধ রেখেছে। তাদের বারবার অনুরোধ করা হলেও তারা শুনছে না। তাই রেলওয়ের পক্ষে এ ভ্যাট আদায় সম্ভব হচ্ছে না। এ ভ্যাট আদায়ের জন্য এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।