News71.com
 Bangladesh
 07 Aug 19, 01:56 PM
 148           
 0
 07 Aug 19, 01:56 PM

রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজের ভাড়ার ওপর ভ্যাট দিচ্ছে না গ্রামীণফোন॥

রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজের ভাড়ার ওপর ভ্যাট দিচ্ছে না গ্রামীণফোন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে অপটিক্যাল ফাইবার লিজ নিয়েছে গ্রামীণফোন। এর জন্য প্রতি তিন মাসে ভ্যাটসহ (মূল্য সংযোজন কর) ভাড়া পরিশোধ করে আসছে কোম্পানিটি। কিন্তু ২০১৭-১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক থেকে তারা ভ্যাট পরিশোধ করছে না। এতে কোম্পানিটির কাছে বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা হয়েছে ১৬ কোটি ১২ লাখ ১৯ হাজার টাকা। আর এ টাকা আদায়ের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে রেলওয়ের সিগন্যাল ও টেলিকম শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রামীণফোন সরকারি বিধিবিধান ও এনবিআরের নির্দেশনা উপেক্ষা করে একতরফাভাবে ভ্যাট পরিশোধ বন্ধ রেখেছে। তাদের বারবার অনুরোধ করা হলেও তারা শুনছে না। তাই রেলওয়ের পক্ষে এ ভ্যাট আদায় সম্ভব হচ্ছে না। এ ভ্যাট আদায়ের জন্য এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন