News71.com
 Bangladesh
 07 Aug 19, 01:55 PM
 136           
 0
 07 Aug 19, 01:55 PM

রাজারবাগ পুলিশ হাসপাতালের অর্ধেকই ডেঙ্গু রোগী॥

রাজারবাগ পুলিশ হাসপাতালের অর্ধেকই ডেঙ্গু রোগী॥

নিউজ ডেস্কঃ লিফট থেকে আটতলায় নামতেই চোখে পড়ে একটি ওয়ার্ডের গেটের ওপর টানানো ব্যানারে লেখা- ডেঙ্গু ওয়ার্ড। তার মধ্যে, দু'পাশে ফ্লোরে শুয়ে আছেন রোগীরা। তাদের অনেককে আগে থেকেই স্যালাইন দেওয়া হচ্ছে, কাউকে নতুন করে তা পুশ করছেন কর্তব্যরত নার্স।এ দৃশ্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের।   ডেঙ্গু জ্বরে আক্রান্ত অন্তত ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য ওয়ার্ডেও চিকিৎসা চলছে।বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর প্রায় অর্ধেকই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাদের মধ্যে ৭৬ শতাংশই পুলিশ সদস্য।

 

 

পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনোয়ার হাসনাত খান জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের লোকজনের চিকিৎসা দেওয়া হয় এ হাসপাতালে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৩। এর মধ্যে ডেঙ্গু রোগী ১৪৮ জন। তাদের মধ্যে ১১৩ জন পুলিশ সদস্য এবং ৩৫ জন পুলিশ পরিবারের সদস্য। গত সোম ও মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এখানে। জুলাইয়ের মাঝামাঝি থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানান তিনি। তার দেওয়া তথ্যানুযায়ী, মে মাস থেকে গতকাল পর্যন্ত ভর্তি হয়ে ৫২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বহির্বিভাগেও এক হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন