
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সংসদ সদস্যদেরকে নিজ-নিজ নির্বাচনি এলাকায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়ের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন জানিয়ে স্পিকার বলেছেন, জাতীয় সংসদের পক্ষ থেকে উভয় সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট মেম্বার্স ক্লাব আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এডিস মশার উৎপত্তি ও প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে শিরীন শারমিন বলেন, ঘরের ভিতরের পাশাপাশি বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সচেষ্ট হতে হবে। সংসদ সচিবালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এক হাজার মশারি বিতরণকালে তিনি সকলকে মশারি ব্যবহারের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় জাতীয় সংসদের মেডিকেল সেন্টারকে ডেঙ্গু চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ঈদের ছুটিতেও চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে সংসদের মেডিকেল সেন্টারে ১০০টি ডেঙ্গু শনাক্তকরণ কীট আনা হয়েছে। সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক, সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।