News71.com
 Bangladesh
 07 Aug 19, 10:52 AM
 87           
 0
 07 Aug 19, 10:52 AM

তীব্র গরমে গাবতলী হাটেই মরে গেল, বিশালাকার গরু ‘টাইগার’॥

তীব্র গরমে গাবতলী হাটেই মরে গেল, বিশালাকার গরু ‘টাইগার’॥

নিউজ ডেস্কঃ তীব্র গরমে স্ট্রোক করে প্রায় ৩০ মণ ওজনের গরু টাইগারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গাবতলী পশুর হাটে এ ঘটনা ঘটে। গরুটি লালন পালন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক। আজ গরুটি মারা যাওয়ার তিনি উপস্থিত গনমাধ্যম কর্মীদের বলেন, প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। অনেক আদর যত্ন করে গরুটি লালন-পালন করেছি। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম পাঁচ লাখ টাকা বলেছিলেন। তবে, গরুর দাম কম করে হলেও ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি হওয়ার আশায় গাবতলীতে নিয়ে আসি। আজ সকালেও গরুটি ভালো ছিল। খাওয়া-দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। ধপাস করে মাটিতে পড়ে যায় ও পাঁচ মিনিটের মধ্যেই সে মারা যায় বলে জানান রাজ্জাক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন