News71.com
 Bangladesh
 07 Aug 19, 10:52 AM
 76           
 0
 07 Aug 19, 10:52 AM

ডেঙ্গুর কারনে ঢাকা মেডিকেলের আইসিইউতে বাড়ছে শয্যা সংখ্যা॥

ডেঙ্গুর কারনে ঢাকা মেডিকেলের আইসিইউতে বাড়ছে শয্যা সংখ্যা॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় সংকটাপন্নদের চিকিৎসার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৫০টি শয্যা বাড়ানো হচ্ছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই হাসপাতালে বর্তমানে আইসিইউতে ৬২টি শয্যা রয়েছে, যার মধ্যে ৩০টি নবজাতকদের জন্যে। জানা যায়, রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ায় হাসপাতালের আইসিইউ’তে শয্যা সংকট দেখা দিয়েছে। 

 

 

 

উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি সভায় ঢাকা মেডিকেলে আইসিইউয়ে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, সমীর কান্তি সরকার, পরিচালক (এমআইএস) ডা. সত্যকাম চক্রবর্তী, লাইন ডিরেক্টর (হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট) ডা. এমএম আকতারুজ্জামান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন