
নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সাব-রেজিস্ট্রার নুসরাত জাহান কুমু ও তার সঙ্গে থাকা গৃহকর্মী জান্নাত খাতুন নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের চালকসহ আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালীয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান কুমু কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সাব-রেজিস্টার ছিলেন। কুড়িগ্রাম থেকে মাইক্রোবাসে করে নুসরাত জাহান তার শিশু সন্তান ও বাসার গৃহকর্মী জান্নাত খাতুনকে (১২) সঙ্গে নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রংপুরগামী রেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১১৪৮) চক্ষু হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৫-১৯৪৮২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব-রেজিস্ট্রার নুসরাত জাহান ও গৃহকর্মী জান্নাত নিহত হন। এ সময় মাইক্রোবাসের চালকসহ ৫ জন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে।