News71.com
 Bangladesh
 07 Aug 19, 10:45 AM
 65           
 0
 07 Aug 19, 10:45 AM

ডিএসসিসি ও মশক নিবারণ দপ্তরে দুদকের অভিযান ॥

ডিএসসিসি ও মশক নিবারণ দপ্তরে দুদকের অভিযান ॥

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), রাজধানীর মশক নিবারণ দপ্তরসহ দেশের আটটি জায়গায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ। দুদক জানায়, মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না, এমন অভিযোগ পেয়ে ডিএসসিসি এবং মশক নিবারণ দপ্তরে (লালবাগ ও ঢাকেশ্বরী মন্দির এলাকায়) দুটি আলাদা অভিযান চালানো হয়। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

 

 

দুদকের একটি দল প্রথমে ঢাকা মশক নিবারণ দপ্তরে অভিযান চালায়। সেখানে গিয়ে দপ্তরের প্রধান কর্মকর্তাকে অনুপস্থিত পাওয়া যায়। ওই দপ্তরে মজুত থাকা মশার ওষুধের ড্রাম খালি অবস্থায় পাওয়া যায়। দুদকের কাছে মনে হয়েছে, সেখানে রাখা ড্রামগুলো অস্বাস্থ্যকর এবং মশার বিস্তারে সহায়ক। পরে দলটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করে। মশা মারার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উত্তর সিটি করপোরেশনের কাছ থেকে ওষুধ ধার নিয়ে ব্যবহার করছে বলে জেনেছে দুদকের দলটি। তাদের পর্যবেক্ষণ, ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হারে বাড়লেও আগে যে হারে ওষুধ ব্যবহার করা হতো, সেই একই হারে এখনো ওষুধ ব্যবহার করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত চার বছরে কী পরিমাণ মশার ওষুধ কেনা হয়েছে এবং সেগুলো কী হারে ব্যবহার করা হয়েছে, তা বুধবারের মধ্যে দুদককে জানাতে ডিএসসিসিকে অনুরোধ করেছে দুদকের দলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন