News71.com
 Bangladesh
 07 Aug 19, 10:43 AM
 72           
 0
 07 Aug 19, 10:43 AM

বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর॥

বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী নাজমুল হুদার মামলার প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর॥

নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। এর আগে গত বছর ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। মামলার এজাহারে তিনি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করার অভিযোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন