News71.com
 Bangladesh
 07 Aug 19, 10:36 AM
 65           
 0
 07 Aug 19, 10:36 AM

ফটোসেশন না করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ফটোসেশন না করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জনস্বার্থে যথাযথভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি ওয়ার্ড কমিশনার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ক্যামেরার সামনে ফটোসেশন না করে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।  আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, এডিস মশা ভয়ঙ্কর, এরা কামড় দিতে চেহারার দিকে তাকায় না। আপনি কাউন্সিলর, মন্ত্রী, এমপি নাকি মেয়র কোন দিকে তাকাবে না। সুযোগ পেলে রক্ত খাবে, মেয়রেরও রক্ত খাবে, মন্ত্রীর রক্ত খাবে, এমপির রক্ত খাবে, নেতার রক্ত খাবে-কাউকে ছাড়বে না।

 

 

এ অবস্থায় নেতা-কর্মীদের করণীয় যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আমাদের নেতা শেখ হাসিনার নির্দেশে সারাদেশে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সে কর্মসূচি আমরা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি পালন করবো। জনস্বার্থে এবং দেশের স্বার্থে আমরা এ কাজটি করবো। দায় সারা গোছের কর্মসূচির কোনো প্রয়োজন নেই। এতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে না, এডিস মশার উৎস আমরা ধ্বংস করতে পারবো না এবং ডেঙ্গু যে ভয়ঙ্কর বিস্তার আমরা রোধ করতে পারবো না। এজন্য পরিচ্ছন্নতা অভিযান একদিন করলে হবে না প্রতিদিন করতে হবে, মন থেকে কমিটমেন্ট থেকে এ কাজটা করতে হবে, যোগ করেন ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন