
নিউজ ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসের আসর অনুষ্ঠিত হবে । কিন্তু দেশে চলছে ডেঙ্গুর প্রকোপ।এরইমধ্যে বেশ কয়েকজন অ্যাথলেট ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিধন ও প্রতিকার নিয়ে গতকাল সোমবার মতবিনিময় সভার আয়োজন করে টনক নড়েছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটরা যাতে বাসায় না যায় সেই নির্দেশ দিয়েছি। সরকারিভাবে তাদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তারা সবাই সুস্থভাবে ফিরে আসুক এটাই আমরা চাই। ’