News71.com
 Bangladesh
 06 Aug 19, 12:45 AM
 128           
 0
 06 Aug 19, 12:45 AM

ধোঁয়া বা কীটনাশক দিয়ে মশা নিধন করা যায় না:কলকাতার বিশেষজ্ঞ

ধোঁয়া বা কীটনাশক দিয়ে মশা নিধন করা যায় না:কলকাতার বিশেষজ্ঞ

নিউজ ডেস্কঃ সিটি করপোরেশনের চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ড. দেবাশীষ বিশ্বাস বলেছেন, ধোঁয়া বা কীটনাশক দিয়ে ডেঙ্গু মশা নিধন করা যাবে না।তিনি আরো বলেন, এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ করা গেলেও মশা নিধনের কার্যকর পন্থা নয়।অন্যান্য বিশেষজ্ঞগণও একই মতামত প্রকাশ করেন।তারা বলেন, মশক নিধন শুধু বর্ষাকালের কাজ নয়, এটা সারা বছরই নিয়মত করতে হবে। সোমবার (৫ আগস্ট)বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা-কলকাতার মধ্যে ভিডিও কনফারেন্সে বিশেষজ্ঞরা এই মতামত প্রকাশ করেন। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কলকাতা সিটি করপোরেশনের অফিসে বিশেষজ্ঞ দল ও ঢাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভিডিও কনফারেন্স যুক্ত হন। কলকাতার বিশেষজ্ঞ দলে রয়েছেন মুখ্য উপদেষ্টা ডক্টর তপন কুমার মুখোপাধ্যায়, কলকাতা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনিরুল ইসলাম, উপ-স্বাস্থ্য আধিকারিক ড. সুব্রত রায়চৌধুরী ও চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ড. দেবাশীষ বিশ্বাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন