News71.com
 Bangladesh
 06 Aug 19, 12:45 AM
 151           
 0
 06 Aug 19, 12:45 AM

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম॥

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম॥

নিউজ ডেস্কঃ শেরপুরের গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেনকে তার নিজ ভাড়া বাসায় ঢুকে কুপিয়েছে দূর্বৃত্ত। সোমবার সকালে, পুলিশ ফাঁড়ির ঠিক পেছনেই।ওই কর্মকর্তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।ওই পুলিশ কর্মকর্তার স্বজনেরা জানান, নাইট ডিউটি শেষে আনোয়ার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত যুবক বাসায় ঢুকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপায়। আনোয়ারের চিৎকার শুনে তার স্ত্রী ঘরে আসলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে, পুলিশ ফাঁড়ি থেকে লোকজন এসে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। আনোয়ারের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেরপুর জেলা পুলিশ সুপার ও তদন্তের জন্য পিবিআই এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন