
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রীর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েক দিন আগে জেনেভায় মানবাধিকার ও নির্যাতনবিরোধী গুরুত্বপূর্ণ একটি কনভেনশন হয়েছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সেখানে অবলীলায় মিথ্যা বলে এসেছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের সাহায্যার্থে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, সরকার ১০-১২ বছর ধরে ক্ষমতায়, কিন্তু জেনেভায় কোনো জবাবদিহি করতে পারেনি।
কনভেনশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটি বাংলাদেশকে ডেকে এ দেশে যে নির্যাতন হয়, সে সম্পর্কে সরকারের বক্তব্য কী জানতে চেয়েছিল। সেখানে আমাদের আইনমন্ত্রী অবলীলায় মিথ্যা কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন- বাংলাদেশে কোনো গুম-খুনের ঘটনা নাকি তার জানা নেই। মির্জা ফখরুল বলেন, আজকে পত্রিকায় দেখছি একজন সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান গুম হয়ে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হয়েছেন। তাদের এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির প্রায় ৫০০ নেতাকর্মী গুম হয়েছেন। তাদের খুঁজে পাওয়া যায়নি। আমরা এমন দেশে বাস করছি, যেখানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।