
নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু টেস্ট কিট থেকে সব ধরনের ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। সোমবার (৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে জানানো হয়, ডেঙ্গু টেস্ট কিটে সব ধরনের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমার কিটের ওপর থেকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও আগাম আয়করে অব্যাহতি দিয়েছে সরকার। আরও বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। পণ্যগুলো মানসম্মত কিনা তা মনিটরিং করবে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।