
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোরবানির পশুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রাণীবাহী পণ্য কোথাও থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। আজ সোমবার ধানমন্ডির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, সামনের কোরবানিতে পশু পরিবহনের ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না। যদি পশুবাহী কোনো ট্রাক থেকে পুলিশ সদস্যদের চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার প্রতিটি পশুবাহী গাড়িতে নির্দিষ্ট হাটের নাম লেখা স্টিকার লাগানো থাকবে, কেউ ইচ্ছা করলে সেই হাট ছাড়া পশু নামাতে পারবে না।