News71.com
 Bangladesh
 05 Aug 19, 07:00 PM
 57           
 0
 05 Aug 19, 07:00 PM

সার্টিফিকেট জালিয়াতি ॥ ইতালিতে ৭ বাংলাদেশি গ্রেফতার

সার্টিফিকেট জালিয়াতি ॥ ইতালিতে ৭ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির রোমে সার্টিফিকেট জালিয়াতির দায়ে ৭ বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেফতার করেছে দেশটির অর্থনৈতিক পুলিশ। গ্রেফতারকৃত দশজনের মধ্যে চারজনকে জেলে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ছয়জনকে গৃহবন্দি করে রাখা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় কিছু অসাধু কর্মচারীদের সঙ্গে যোগসাজশে অবৈধভাবে ইউরোর বিনিময়ে বেআইনিভাবে বিভিন্ন সার্টিফিকেট বানিয়ে দিতেন কয়েকজন বাংলাদেশি। তবে এ চক্রটিকে দীর্ঘদিন নজরদারিতে রাখার পর গত সপ্তাহে তাদের গ্রেফতার করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ কারো নাম প্রকাশ করেনি। গ্রেফতার বাংলাদেশিরা সংঘবদ্ধ একটি দালাল চক্র। দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজটি তারা করে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে । এ বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বারবার সতর্ক করার পরও কেউ কর্ণপাত করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন