News71.com
 Bangladesh
 05 Aug 19, 06:44 PM
 85           
 0
 05 Aug 19, 06:44 PM

সৌদি না যেতে পারে পথে বসে কাঁদছেন সর্বস্বহারা ৩৭ হজযাত্রী॥

সৌদি না যেতে পারে পথে বসে কাঁদছেন সর্বস্বহারা ৩৭ হজযাত্রী॥

নিউজ ডেস্কঃ আগামী ১০ আগস্ট পবিত্র হজ। পবিত্র মক্কা এখন লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনি-প্রতিধ্বনিতে মুখরিত। আজ সোমবার বাংলাদেশ থেকে শেষ হচ্ছে হজ ফ্লাইট। রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের কোলাহল নেই। হজ ফ্লাইট সমাপ্তির আগের দিন গতকাল রবিবার হজক্যাম্প ছিল অনেকটাই ফাঁকা। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২১ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। ফিরতি শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর। এদিকে পঞ্চগড় সংবাদদাতা জানান, সব প্রস্তুতি সম্পন্ন করেও দালালের খপ্পরে পড়ে হজে যাওয়া হলো না ৩৭ জনের। হজে পাঠানোর কথা বলে কথিত মোয়াল্লেমসহ একটি চক্র কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। এ অবস্থায় হজে যেতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

টাকা উদ্ধারসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ফকিরপাড়া এলাকার মোয়াল্লেম ওয়াছেদ আলী ও কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে ২ লাখ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু শেষদিকে এসে টালবাহানা করেন ওয়াছেদ। একপর্যায়ে গা-ঢাকা দেয় ওয়াছেদসহ প্রতারক চক্রের সবাই। মোয়াল্লেম ওয়াছেদ আলী ও আব্দুল জলিলের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, প্রাক-নিবন্ধন হলেও মূল নিবন্ধন না হওয়ায় তাদের এবার হজে যাওয়ার সুযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন